‘বাংলাদেশ সৃষ্টিতে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকা ছিল অনন্য’

অফিস রিপোর্টার।।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা। প্রধান আলোচক ছিলেন কুমিল্লা ডায়াবেটিকস সমিতির সভাপতি ও নারী নেত্রী মেহেরুন্নেছা বাহার। কলেজের প্রভাষক কাজী আপন তিবরানীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শাহজাহান।

আলোচনা সভায় বক্তারা বলেন, আজীবন নীরব যোদ্ধা ছিলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব। তিনি নীরবে কাজ করেছেন। অল্প বয়সে বিয়ে ও এতিম হয়ে যাওয়ার পরও তাঁর দৃঢ়তায় কোনো ত্রুটি ছিল না। বরং হিমালয়ের মতো অবিচল থেকে সংসার চালানো ও বঙ্গবন্ধুকে শক্ত সমর্থন জুগিয়েছেন তিনি। আজকের এই বাংলাদেশের সৃষ্টিতে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নেপথ্য ভূমিকা ছিল অনন্য।