

প্রতিনিধি।।
বাখরাবাদ গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া ২০০ মিটার অবৈধ পাইপলাইন উচ্ছেদ এবং ১ কিলোমিটার পাইপলাইন অকেজো করা হয়। পাশাপাশি ৩৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। মঙ্গলবার কুমিল্লাস্থ বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়,জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ সংশ্লিষ্ট আইন ও বিধি লঙ্ঘনের অপরাধসমূহ প্রতিরোধের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে ভাটপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, অবৈধ পাইপলাইন উচ্ছেদ এবং পাইপলাইন অকেজো করা হয়। এছাড়া নগদ জরিমানা আদায় করা হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com