প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৪, ৬:২৫ পূর্বাহ্ণ
বাবার সিএনজি অটোরিকশায় বাস চাপায় ২ শিশু নিহত
৫ গাড়ি ভাঙচুর
প্রতিনিধি।।
কুমিল্লায় বাবার সিএনজি চালিত অটোরিকশায় চড়ে নানার বাড়ি বেড়াতে যাওয়ার পথে বাস চাপায় ২ সন্তান নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার ছগুড়ায় এ দুর্ঘটনা ঘটে। এঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ৫টি গাড়ি ভাঙচুর করে।
নিহত দুই ভাই-বোন দেবিদ্বার উপজেলা হোসেনপুর গ্রামের সিএনজি অটোরিকশা চালক জাহাঙ্গীর আলমের ছেলে মো. জুনায়েদ (১২) ও মেয়ে ফাহিমা আক্তার (৯)।
জুনায়েদ জাফরগঞ্জ এলাকার একটি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ও তার বোন ফাহিমা হোসেনপুর নুরানি মাদরাসার শিক্ষার্থী ছিলেন। এ দুর্ঘটনায় নিহতদের বাবা জাহাঙ্গীর আলমসহ (৩২) আরো ২জন আহত হয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শিশু দুটি তাদের বাবার কাছে বায়না ধরে দুজনকে নানার বাড়িতে দিয়ে আসতে। সারাদিন সিএনজি অটোরিকশা চালানোর পর জাহাঙ্গীর রাতে তাদের নানার বাড়িতে দিয়া আসতে যায়। এসময় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলা ছগুরা এলাকায় কুমিল্লাগামী সুগন্ধা পরিবহনের বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, একটি বাস ট্রাককে ওভারটেক করতে গিয়ে সিএনজিকে ধাক্কা দেয়। সিএনজিটি সড়ক থেকে ছিটকে পরে। এতে ঘটনাস্থলে জুনায়েদ মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে ফাহিমাও মারা যায়।
দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক মো. শাহিনুল ইসলাম বলেন, উত্তেজিত লোকজন নিউ সুগন্ধা পরিবহনের পাঁচটি বাস ভাঙচুর চালিয়েছে। উত্তেজিত লোকজনকে শান্ত করা হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com