মোহাম্মদ শরীফ।।
ডাক্তার হওয়ায় বাবা ছেলের হাতে লাল গোলাপ তুলে দিচ্ছেন। সন্তানকে ডাক্তার হওয়ার সুযোগ করে দেওয়ায় আবার বাবাকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন গ্রামবাসী। আনন্দঘন মুহূর্ত উপভোগ করছেন সবাই। হাত তালি দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে দুই চিকিৎসককে। এই দৃশ্য দেখা যায়, কুমিল্লার দেবিদ্বার উপজেলার মুগসাইর গ্রামে। গ্রামের শফিকুল ইসলাম দুলুর ছেলে মাসুদ হাসান বিজয় কুমিল্লা মেডিকেল কলেজ ও নুরুল ইসলামের ছেলে ইয়ামিন ইসলাম সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন।
গ্রামের মানুষকে পড়াশোনার সময় থেকেই চিকিৎসা বিষয়ক নানা পরামর্শ ও সেবা দিয়েছেন এই দুই নবীন চিকিৎসক। পড়াশোনা শেষে গ্রামের মানুষকে বিনামূল্যে দিচ্ছেন সেবা। প্রত্যন্ত গ্রাম মুগসাইরে প্রথম দুই ডাক্তার পেয়ে খুশি গ্রামবাসী। তাদের শুভেচ্ছা জানাতে গ্রামবাসী হয়েছেন একত্রিত। ৩মার্চ স্বেচ্ছাসেবী সংগঠন 'ভালোবাসার ঘর' আয়োজন করে এই ভিন্ন রকম সম্মাননার। এসময় অসহায় আলমগীর হোসেনের পরিবারকে তুলে দেওয়া ভালোবাসার নতুন ঘর। গ্রামবাসীদের নিয়ে উদ্বোধন করেন ডাঃ মাসুদ ও ডাঃ ইয়ামিন। এসময় নবীন দুই ডাক্তারকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন মুগসাইর এগার গ্রাম উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো শফিকুল ইসলাম, বর্তমান সভাপতি হাজী জালাল উদ্দীন রেজভী, এগার গ্রাম বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মো মাকসুদুর রহমান, এগার গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাজী আবদুল মতিন মাস্টার, মুগসাইর এগার গ্রাম প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি আবদুছ ছামাদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো আল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ৭নং ওয়ার্ড সাবেক মেম্বার মো কামাল মিয়া, ৯নং ওয়ার্ড মেম্বার জামাল মিয়া, সাবেক মেম্বার শেখ মো ওমর ফারুক, সমাজ সেবক শেখ মো সেলিম, হাজী খোরশেদ আলম, ইউছুফ পুলিশ, হাজী আবদুল মালেক, আবু কাউছার, মো সালাউদ্দিন, সাভার স্যুয়েটার ওয়ার্কার্স ইউনিয়ন লি. এর সহ-সভাপতি মো মাসুক মিয়া, শেখ মো আনোয়ার হোসেন, মো অলি উল্লাহ, জীবন মিয়া, নিঃস্বার্থ যুব সংগঠনের সভাপতি ওমর ফারুক, প্রবাসী ফারুক ভূইয়া, মনির মাস্টার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মুগসাইর স্বপ্ন সিঁড়ি স্টুডেন্ট ক্লাবের সভাপতি শেখ মো আক্তার হোসেন, সেচ্ছাসেবী সংগঠন 'ভালোবাসার ঘর' অর্নার বোর্ড সদস্য সমির সাহা, আনোয়ার পারভেজ নিলয়, মজিবুর রহমান, সোহেল রানা, আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন, মো সুজন, রিফাত প্রমুখ।
গ্রামের এমন সম্মননায় অভিভূত দুই নবীন চিকিৎসক। সারা জীবন মানুষের সেবা করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
মাসুদ হাসান বিজয় বলেন, 'জানতাম না এভাবে আমাদের সম্মানিত করা হবে। বাবার হাত থেকে গ্রামবাসীর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা পাওয়া গর্বের। আজকের দিনটিতে খুবই খুশি হয়েছি। গ্রামবাসীর সেবা করে যেতে চাই'।
ইয়ামিন ইসলাম বলেন, 'সব সময় চেষ্টা করি গ্রামের মানুষের পাশে থাকতে। বিনামূল্যে যেন গ্রামের মানুষ স্বাস্থ্য সেবা পান, ভবিষ্যতে এমন উদ্যোগ গ্রহণ করবো। সম্মানিত করায় আনন্দ অনুভব করছি'।
প্রসঙ্গগত, ভালোবাসার ঘর একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সমন্বিত উদ্যোগে সমাজের ঘরহীন মানুষের নতুন ঘর উপহার, অসহায় ও নিন্ম আয়ের মানুষের নানা সেবামূলক কাজ করছে। 'ভালোবাসার ঘর' সংগঠনের সমন্বয়ক মোহাম্মদ শরীফের সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন মুগসাইর কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মোস্তফা আল হোসাইনী।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com