অফিস রিপোর্টার।।
২০২০ -২০২১ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর(মাউশি) কুমিল্লা আঞ্চলিক কার্যালয় প্রথম স্থান অর্জন করেছে। মাউশি মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত একটি স্মারকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ৯টি আঞ্চলিক কার্যালয়ের মধ্যে এপিএ মূল্যায়নে মাউশি কুমিল্লা ১০০নম্বরের মধ্যে ৬৯.৫০ নম্বর পায়। বরিশাল ও সিলেট পায় যথাক্রমে ৬৮.৭০ ও ৫৪ নম্বর।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কুমিল্লার পরিচালক প্রফেসর সোমেশ কর চৌধুরী জানান, মাউশি থেকে আমাদের প্রতি কিছু নির্দেশনা ছিল। যথাসময়ে তা আমরা পূরণের চেষ্টা করেছি। শিক্ষার গুণগত মানোন্নয়নে সেবার পরিসর বৃদ্ধি করেছি, মনিটরিং জোরদার করেছি। যার কারণে আমরা প্রথম হতে পেরেছি। এ ধারা অব্যাহত রাখতে কাজ করে যাবো।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com