রক্ষা পেল ভিক্টোরিয়ার ৭০ শিক্ষার্থী
আবু সুফিয়ান রাসেল।।
দুর্ঘটনায় বাসে আগুন ধরে যাওয়ায় লাফিয়ে রক্ষা পেল ভিক্টোরিয়ার ৭০জন ছাত্র-ছাত্রী। বুধবার (৩ জানুয়ারি) সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ থেকে কলেজে ৭০ জন শিক্ষার্থী নিয়ে কলেজে যাত্রা করে সুগন্ধা বাস। বুড়িচং উপজেলার দেবপুর বাজারে এসে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।
দুর্ঘটনার পর তিন মিনিটের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন দেবপুর বাজারের একজন ব্যবসায়ী। ভিডিওতে দেখা যায়, বাস থেকে জানালা দিয়ে লাফিয়ে নামছেন ছাত্রীরা। বাসের ইঞ্জিনে আগুনের ধোঁয়া। বাসের সামনের গ্লাস ভাঙ্গা। এসময় উপস্থিত মানুষজন বলছেন, ড্রাইভার আটকে আছে, তাকে বের কর। তোমরা লাফাইও না। বাসে আগুন লাগবে না।
স্থানীয় সূত্র জানায়,বাস ব্রেক ফেল করে একটি ট্রাককে ধাক্কা দেয। এসময় বাসের ইঞ্জিনে আগুন ধরে যায়।
এ বিষয়ে সুগন্ধা বাস মালিক মো. সালাউদ্দিন বিপ্লব বলেন, চালক আটকে গেছে। তার পা কেটে গেছে। আর ছাত্র-ছাত্রীদের তেমন কোন ক্ষতি হয়নি। কেউ আহত হয়নি।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, বাসটি আমি দেখেছি। বাসের ক্ষতি হয়েছে। কোন শিক্ষার্থী হতাহতের খবর আমরা পাইনি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com