প্রতিনিধি।
কুমিল্লা নগরীর জাঙ্গালিয়ায় বাসের যাত্রী অপেক্ষার কক্ষে পাঠাগারটি উদ্বোধন করা হয়। শুক্রবার বিকেলে পাঠাগার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ কবীর আহমেদ, নাট্য শিল্পী শাহজাহান চৌধুরী, পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাসুদ রানা চৌধুরী, লেখক ও গবেষক আহসানুল কবীর, আলোকিত বজ্রপুরের সংগঠক মোঃ রফিকুল ইসলাম সোহেল ও হাসিবুল হাসান সুমনসহ অন্যান্যরা। স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত বজ্রপুরের উদ্যোগে এশিয়া এয়ারকনের যাত্রী অপেক্ষার কক্ষে পাঠাগারটি উদ্বোধন করা হয়। পাঠাগার উদ্বোধন শেষে সংলাপ ও প্রতিবিম্ব নাট্য সংগঠনের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
আলোকিত বজ্রপুরের অন্যতম সদস্য মোঃ রফিকুল ইসলাম সোহেল বলেন, এই প্রজন্ম যেন বই পড়ার প্রতি আগ্রহ তৈরি হয় সে জন্য আমরা আগে সেলুনে পাঠাগার করেছি। এবার আমরা যাত্রীদের অপেক্ষামান কক্ষে একটি পাঠাগার করেছি।
পরিকল্পনা মন্ত্রণালয় যুগ্ম সচিব মাসুদ রানা চৌধুরী বলেন, আমরা সেলুনে পাঠাগার করে ভালো সাড়া পেয়েছি। তাই এবার জাঙ্গালিয়ায় যাত্রী অপেক্ষমান কক্ষে একটি লাইব্রেরি করেছি। আশা করছি এখানেও আমরা ভালো সাড়া পাবো।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com