চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা
সানোয়ার হোসেন,চৌদ্দগ্রাম।।
কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় সুপার ভাইজার ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দশজন। রোববার(১৫ ডিসেম্বর) বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলকরা ইউনিয়নের সাতচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাসের সুপারভাইজার কুমিল্লার জেলার ব্রাক্ষণপাড়া থানার রামনগর গ্রামের মৃত অতুল চন্দ্র দাসের ছেলে শ্যামল চন্দ্র দাস, হেলপার শিবানীপুর গ্রামের মোস্তফা ও যাত্রী মুরাদনগর থানার রামচন্দ্রপুর কদমতলী গ্রামের মৃত মদন মিয়ার ছেলে নাসির মিয়া। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উদ্দেশ্যে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস(ঢাকা মেট্রো-ব-১৩-২৩০০) যাত্রা করে। পথিমধ্যে বেলা ১১টার সময় বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাতচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ ধুমড়ে-মুছড়ে যায়। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আহতদের উদ্ধার শেষে ফেনী ও চৌদ্দগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে বাসের সুপারভাইজার শ্যামল চন্দ্র দাস, হেলপার মোস্তফা ও যাত্রী নাসির মিয়াসহ তিনজন নিহত হন। আহত হন আরও অন্তত ১০ জন।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মেহেদী হাসান সুজন বলেন, ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আহত ও নিহতদের উদ্ধার করা হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনায় নিহত তিন জনের লাশ ও গাড়িটি উদ্ধার শেষে ফাঁড়িতে নেয়া হয়েছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com