ওজন ২০ মণ, দাম ১২ লাখ
প্রতিনিধি।।
গৃহপালিত ষাঁড়ের নাম বাহাদুর। ওজন ২০ মণেরও বেশি। কুমিল্লার দেবিদ্বার উপজেলার কুরুইন পূর্ব পাড়া গ্রামের প্রবাস ফেরত এক গৃহকর্তা গত চার বছর ধরে সখের বশে পালন করে আসছেন ওই ষাঁড়টিকে। নাম রেখেছেন বাহাদুর। এ বছর ঈদ উল আযহা উপলক্ষে ষাঁড়টি বিক্রি করতে চান ওই গৃহকর্তা। শাহীওয়াল জাতের এই ষাঁড়টির দাম হাঁকছেন ১২ লাখ টাকা।
ষাঁড়ের মালিক মন্তাজ উদ্দিন জানান, ‘আশানুরূপ দাম পেলে বাড়িতে রেখেই বিক্রি করতে চান বাহাদুরকে। প্রয়োজনে ঈদের দিন নিজ দায়িত্বে ক্রেতার বাড়িতে পৌঁছে দিবেন।’
তিনি আরও জানিয়েছেন- কোন প্রকার মোটাতাজাকরণের ঔষধ বাহাদুরকে প্রয়োগ করা হয়নি। ভুট্টা, ভূষি, ডাল, জাউ ভাত, আপেল, কাঠাঁলসহ বিভিন্ন মৌসুমী ফল, ডিম, সেমাই এরকম খাবার ষাঁড়টিকে খাওয়ানো হয়েছে।
এ ব্যাপারে পল্লী প্রাণি চিকিৎসক শ্রীধর দাস বলেন- সখের বশে অনেক পরিশ্রম করে মন্তাজ উদ্দিন ষাঁড়টি লালন পালন করেছেন। আমি দুই বার ষাঁড়টিকে দেখেছি, চিকিৎসা সেবা দিয়েছি। আশা করি গরুর মালিক ন্যায্য মূল্য পাবে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com