বিতর্কে চ্যাম্পিয়ন কুমিল্লা বিশ্ববিদ্যালয়

‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত আন্তর্জাতিক অভিবাসী দিবসউপলক্ষে ‘করোনার অভিঘাত নিরাপদ অভিবাসনই উত্তম কৌশল’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটির সাথে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সদস্যবৃন্দ রবিবার উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী’র নিকট চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান।
প্রতিযোগিতায় অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি ও সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় দলটির তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশেনা দপ্তরের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান এবং মার্কেটিং বিভাগের শিক্ষক মো. মঈনুল হাছান। প্রতিযোগিতায় কুমিল্লা ইউনিভার্সিটি সোসাইটির পক্ষে দীপ্ত ব্রত দাশ, ফজলে রাব্বী, আল নাইম, সাবরিনা আলম ও আহমাদুল্লাহ রাফি অংশ নেন।
উল্লেখ্য-গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) বয়েসেলের তত্ত্বাবধানে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এই বিতর্ক অনুষ্ঠিত হয়।