প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনায় বিদ্যুৎ স্পৃষ্টে মো. মনির হোসেন (৫৫ ) নামে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু ঘটেছে। রবিবার (২০ এপ্রিল) বিকালেচান্দিনা উপজেলা সদরের পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রে ওই ঘটনা ঘটে।
নিহত মো. মনির হোসেন চান্দিনা উপজেলা সদরের রারিরচর এলাকার বাসিন্দা। তিনি চান্দিনাস্থ বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউট চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত।
ওই অফিস সূত্রে জানা যায়, দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি নিরাপত্তার দায়িত্বে থাকার কথা ছিল। দায়িত্ব পালন করার পাশাপাশি বিকাল সাড়ে ৩টায় একটি বৈদ্যুতিক লাইন মেরামত করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়। অন্যান্য কর্মীরা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটেছে। হাসপাতালে আনার পর আমরা তাকে মৃত পাই।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com