প্রতিনিধি।।
কুমিল্লা-০৯( লাকসাম- মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য,কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক বিনয়ী মানুষ কর্নেল অব: এম আনোয়ারুল আজিম মারা গেছেন। রাজধানীর একটি হসপিটালে শুক্রবার গভীর রাতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইউসুফ ভুইয়া।
তিনি জানান, কর্নেল আজিমের ১ম জানাযার নামাজ সকাল ১০.৩০টায় ঢাকা মহাখালী নিউ ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদ, ২য় নামাজ দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে,৩য় নামাজ বাদ আসর লাকসাম সরকারি পাইলট হাইস্কুল মাঠে, ৪র্থ নামাজ বাদ মাগরিব মনোহরগঞ্জ স্কুল ও কলেজ মাঠে এবং শেষ নামাজ বাদ এশা তার গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শরীফপুরে অনুষ্ঠিত হবে। জানাযার নামাজ তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে মিশুক ও বিনয়ী মানুষ হিসেবে বিভিন্ন মতের মানুষের নিকট তিনি সমাদৃত ছিলেন। তার মৃতু্যুতে লাকসাম-মনোহরগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com