প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১০:৩৫ অপরাহ্ণ
বিনয় সম্মাননা পদক পাচ্ছেন ড. মোঃ নিজামুল করিম
প্রতিবেদক।।
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ বছর বিনয় সম্মাননা পদক পাচ্ছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ নিজামুল করিম। বিনয় সাহিত্য সংসদ আয়োজিত সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। নগরীর বাদুরতলায় সিডি প্যাথে হাসপাতালের ১০ তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা-সাধারণ সম্পাদক সাংবাদিক মোতাহার হোসেন মাহবুবের পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন বিনয় সাহিত্য সংসদের উপদেষ্টা সাংবাদিক আবুল হাসানাত বাবুল, নির্বাহী সদস্য সাংবাদিক খায়রুল আহসান মানিক, নির্বাহী সদস্য অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম, প্রচার সম্পাদক কবি জলিল সরকার, নির্বাহী সদস্য ঠাকুর জিয়াউদ্দিন আহমদ, নির্বাহী সদস্য সাংবাদিক মাহাবুব আলম বাবু, নির্বাহী সদস্য মোঃ রফিকুল ইসলাম ও নির্বাহী চঞ্চল চক্রবর্তী।
বক্তারা বিনয় সাহিত্য সংসদের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির উপর ব্যাপক আলোচনা করেন। তারা বলেন, এ সংগঠন ১৯৮০ সাল থেকে ধারাবাহিকভাবে কুমিল্লায় যেভাবে অনুষ্ঠানমালা উপস্থাপন করে আসছে তা শিক্ষনীয় ও অনুকরণীয়। প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সংগঠন ' আপন' নামে যে মুখপত্র প্রকাশ করে আসছে তা দেশব্যাপী প্রশংসিত হয়েছে। এ সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ গুনীজনদের স্মরণে স্মরণসভা, সাহিত্যানুঠান, গুণীজনদের সম্মাননা পদক প্রদান সর্বমহলে প্রশংসিত হয়েছে। সম্মাননা প্রদানের ক্ষেত্রে এ বছর প্রফেসর ড. মোঃ নিজামুল করিমের নাম প্রস্তাব করেন অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ। এ প্রস্তাব উপস্থিত সকল সদস্য সমর্থন করেন।
সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাহবুব বলেন, আপন ২৯ তম সংখ্যার কাজ শেষ পর্যায়ে রয়েছে। শীঘ্রই তা প্রকাশিত হবে। সকলের মতামতের ভিত্তিতে বিনয় সাহিত্য সংসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২১ ডিসেম্বর পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com