প্রতিনিধি।।
কুমিল্লা বুড়িচং উপজেলার মহিষমারা গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকের মাঠে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বিনামূল্যে ধানের চারা রোপণ করে দেয়া হয়। এতে খুশি হন ক্ষতিগ্রস্থ কৃষকরা। ২৩ সেপ্টেম্বর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), কুমিল্লা ও সিমিট বাংলাদেশ সহযোগিতায় এই উদ্যোগের বাস্তবায়ন করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট(ব্রি), আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা। ব্রি আঞ্চলিক কার্যালয় কুমিল্লার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও) এবং অফিস প্রধান ড. মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ধানের চারা রোপণ উদ্বোধন করেন, ডিএই কুমিল্লার উপপরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ।
প্রধান অতিথি বলেন, রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র দিয়ে কম খরচে, কম সময়ে বেশি ধানের চারা রোপন করা যায়। এসব যন্ত্র ব্যবহারের ফলে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে হ্রাস পায়। অপরদিকে কৃষকের আর্থিক লাভের পরিমাণ বেড়ে যায়। বন্যার ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য যন্ত্রের ব্যবহার করা খুবই প্রয়োজন। এসময় উপস্থিত ছিলেন, ডিএই, কুমিল্লার অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ আল মামুন রাসেল, ব্রি আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মামুনুর রশীদ,পিএসও ড. শিলা প্রামানিক, বুড়িচং উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আফরিনা আক্তার, ব্রি আঞ্চলিক কার্যালয় কুমিল্লার বৈজ্ঞানিক কর্মকর্তা বিজয়া সাহা, মহিষমারা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ইভা আক্তারসহ গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ব্রি, কুমিল্লার বৈজ্ঞানিক কর্মকর্তা মোছাঃ তানজিয়াতুল হুসনা।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com