প্রতিনিধি।
বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী কুমিল্লার বিবির বাজার শূন্য রেখা এলাকার বাংলাদেশের অভ্যন্তর থেকে কাজী ছবির (৪০) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ছবির আদর্শ সদর উপজেলার গাজীপুর গ্রামের মৃত কাজী নজির মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, নিহত ছবির কিছুটা মানসিক প্রতিবন্ধী এবং মাঝে মধ্যে নেশা করতো।
বৃহস্পতিবার চকবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মীর সিরাজুল ইসলাম ফোর্স নিয়ে গিয়ে মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
চকবাজার পুলিশ ফাঁড়ির উপরিদর্শক খাইরুল ইসলাম জানান, নিহত ছবিরের দেহে Orders চিহ্ন ছিলো। রাতের যে কোন সময়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। এ বিষয়ে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যাবে।
নিহতের বড় ভাই কাজী জহির বলেন, ছবির কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিল, সে রাতে ঘুরে বেড়াতো। বুধবার রাতে সে বাড়ি ফেরেনি, বৃহস্পতিবার লোক মাধ্যমে খবর পেয়ে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় গোমতী নদীর পাড়ে তার মরদেহ দেখতে পাই।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com