প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক বিক্রয়ে ৪টি ফার্মেসিকে জরিমানা
প্রতিনিধি।।
কুমিল্লা নগরীতে প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক বিক্রয়ে ৪টি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা রবিবার নগরীর রাজগঞ্জ ও ছাতিপট্টি এলাকায় এই জরিমানা করেন। কে.ডি রায় ফার্মেসি ও সাহা মেডিকেল হলসহ ৪ টি ফার্মেসিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আনুমানিক ৩০ হাজার টাকার বিক্রয় ও সংরক্ষণ নিষিদ্ধ ঔষধ জব্দ করা হয়। এ সময় অভিযানে ঔষধ প্রশাসনের পক্ষে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ দায়ের করেন ঔষধ তত্ত্বাবধায়ক মো: শাহজালাল ভূইয়া।
মো: শাহজালাল ভূইয়া বলেন,বিক্রয় নিষিদ্ধ ঔষধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়, প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক বিক্রয় প্রভৃতি অপরাধের কারণে রাজগঞ্জ ও ছাতিপট্টি এলাকায় ঔষধের অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ফার্মেসিগুলোতে ফার্মাসিস্টের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করা, নকল-ভেজাল ও আনরেজিস্টার্ড ঔষধ বিক্রি না করা, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রি না করা, অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রির রেজিস্টার সংরক্ষণ করা ও সঠিক তাপমাত্রায় ঔষধের সংরক্ষণ নিশ্চিতকরণে নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com