মহিউদ্দিন মোল্লা।।
কুমিল্লার বিসিক শিল্পনগরী। এই এলাকায় একটি পতঙ্গকে তাড়া করতে গিয়ে একটি পেঁচা বাসায় ঢুকে পড়ে। ওইদিন সেটি ওই বাসায় আটকে থাকে। শুক্রবার পেঁচাটিকে অবমুক্ত করা হয়েছে।
ওই এলাকার বাসিন্দা শাহরিয়ার সিদ্দিকী ইভান জানান, বুধবার সন্ধ্যায় পেঁচাটি তাদের বাসায় প্রবেশ করে। রান্নাঘরের দিকে উড়ে যায়। পেঁচাটি আলো দেখে ভয় পায়। দরজা জানালা খোলা রাখলেও পেঁচাটি বের হয়ে যায়নি।
বন্যপ্রাণী নিয়ে কাজ করা মোশাররফ হোসেন জানান, ফেইসবুকের মাধ্যমে জানতে পারি বিসিক শিল্পনগরী এলাকায় একটি বিরল প্রজাতির পেঁচা আটকা পড়েছে। পর্যবেক্ষণের পর বুঝতে পারি এটি ব্রাউন হাক আউল বা খয়রা পেঁচা। এসব পেঁচা এখন বিপন্ন প্রায় প্রজাতির। আমরা পেঁচাটিকে শুক্রবার অবমুক্ত করেছি।
তিনি আরো জানান,সাধারণত গাছের কোটরে বা খোড়লে এরা বাসা করে। তবে দালান-কোঠার ফাঁক-ফোকরেও বাসা করতে দেখা যায়। মানব বসতি বা কৃষিভূমির আশেপাশে এদের সাধারণ আবাসস্থল হয়। শহরেও এরা নিজেদের রপ্ত করে নিয়েছে। বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা কমে গেছে।
বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, খয়রা পেঁচা ক্ষুদ্রকায় প্রজাতির পেঁচা। একটি পেঁচা ২৫বছরের মতো বাঁচে। সেটি ইঁদুর খেয়ে বাঁচে। প্রতি পেঁচা যে ইঁদুর নিধন করে এতে ৯৬ লাখ টাকার ফসল রক্ষা পায়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com