১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়ে এস এইচ ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বাড়বে বুদ্ধি, বাড়বে বল, খাবার হবে রঙিন, সবজি ও দেশি ফল। এই স্লোগানকে সামনে রেখে উপজেলার কামারখাড়া (বড়বাড়ি ) এস,এইচ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় ১৬ ডিসেম্বর শনিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী ঢাকা ও কুমিল্লার বিশিষ্ট চিকিৎসক দ্বারা ফ্রি চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস এইচ ফাউন্ডেশন এর সভাপতি ডাক্তার সাইফুল হক, বিশেষ অতিথি ছিলেন হাফেজা খাতুন এবং সাহিদা বেগম।
সম্মানিত অতিথি ছিলেন কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।
অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের সভাপতি ডাক্তার সাইফুল হক।
ডাক্তার সাইফুল হক বলেন, আমার বাবার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রতিবছর ১৬ ডিসেম্বর এ আয়োজন করে থাকি। ইনশাল্লাহ সামনের দিকে বিভিন্ন দিবসে আরো উন্নত ফ্রি চিকিৎসার এবং ওষুধ দেওয়ার ব্যবস্থা করব।
এ সময় অতিথিরা বলেন, এস এইচ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর ১৬ ডিসেম্বর এমন একটি আয়োজন সত্যিই প্রশংসনীয়। এমন একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছে।
এস এইচ ফাউন্ডেশন গত পাঁচ বছর ধরে এরকম অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে। এবং আমরা আশা করি ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কাজ অব্যাহত থাকবে।
এ সময় ক্যাম্পে নিউরোসার্জারি বিভাগ, শিশুরোগ বিভাগ, নাক কান গলা বিভাগ, শিশু সার্জারি বিভাগ, মেডিসিন বিভাগ, অর্থোপেডিক্স বিভাগ, স্কিনরোগ বিভাগ, চক্ষু বিভাগ, গাইনি বিভাগ, হৃদরোগ বিভাগ এবং ফিজিওথেরাপিসহ সর্বমোট দশটি বিভাগে বিভক্ত হয়ে ৩৩ জন অভিজ্ঞ ডাক্তার দ্বারা দিনব্যাপী উপজেলার প্রায় ৬ হাজার অসহায় মানুষের মাঝে ফ্রি চিকিৎসা ও ব্লাড গ্রুপিং এর ব্যবস্থা করেন এস এইচ ফাউন্ডেশন।
-প্রেস বিজ্ঞপ্তি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com