অফিস রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় কৃষি সম্প্রসারণ অফিসার হিসাবে যোগদান করেছেন কৃষিবিদ মো. মোহাইমেনুল ইসলাম। তিনি ৪০ তম বিসিএস থেকে বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন। তার পৈত্রিক নিবাস বগুড়ায়। তিনি বগুড়া জিলা স্কুল থেকে এসএসসি ও সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ে ব্যাচেলর অব সাইন্স ডিগ্রি ও একই বিশ্ববিদ্যালয়ের প্ল্যান্ট প্যাথলজি ডিপার্টমেন্ট থেকে মাস্টার অব সাইন্স ডিগ্রি অর্জন করেন। মাস্টার্সের থিসিসের অংশ হিবাবে তিনি ডাল জাতীয় ফসলে বট্রাইটিস গ্রে মোল্ড নামক ছত্রাকের প্রভাব নিয়ে গবেষণা করেন।
যোগদানকালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বানিন রায় ও সকল উপসহকারি কৃষি অফিসার, কর্মকর্তা-কর্মচারী তাকে স্বাগত জানান।
কৃষিবিদ মো. মোহাইমেনুল ইসলাম বলেন, কৃষি দেশের প্রাণশক্তি। দেশের কৃষি তথা বুড়িচং উপজেলার কৃষির উন্নয়নে নিজের উপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com