আমোদ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচং উপজেলার সমেশপুর এলাকায় একটি পুকুর খননের সময় প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দেবপুর ফাঁড়ি পুলিশ মূর্তিটি স্থানীয় লোকদের কাছ থেকে উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর চট্টগ্রাম ও সিলেট বিভাগের পরিচালক ড. আতাউর রহমান।
মঙ্গলবার সমেশপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা ফজর আলীর পুকুরে মাটি কাটার জন্য যান মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি। এসময় কোদালে ধাতব বস্তুর আঘাত পেয়ে হাত দিয়ে মাটি সরিয়ে একটি মূর্তি দেখতে পান তিনি। বৃহস্পতিবার বুড়িচং থানা পুলিশ মূর্তিটি উদ্ধার করে।
দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আজিজুল বারী নয়ন জানান, মূর্তিটির দৈর্ঘ্য ৮ ইঞ্চি ও ৬ প্রস্থ ৬ ইঞ্চি। এর ওজন ৮৯০ গ্রাম।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর চট্টগ্রাম ও সিলেট বিভাগের পরিচালক ড. আতাউর রহমান জানান, মূর্তিটি নিয়ে আসতে ফাঁড়িতে যাচ্ছি। মূর্তিটি দেখার পর এর সম্ভাব্য মূল্য ও অন্যান্য বিষয় জানাতে পারবো।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com