হাসিবুল ইসলাম সজিব।।
বৃষ্টি নামলেই বেড়ে যায় ইজিবাইকের ভাড়া। দুর্ভোগ নেমে আসে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের ওপর। জলাবদ্ধতা আর সড়কে চলাচলের প্রতিবন্ধকতা পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হয়ে ইজিবাইক কিংবা রিকশার আশ্রয় নিতে হয় অনেককেই। আর এই সুযোগেই কিছু চালক দ্বিগুণ ভাড়া আদায় করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
সম্প্রতি কান্দিরপাড় এলাকায় দেখা যায়, স্বাভাবিক সময়ে যে ভাড়া ১০ টাকা, বৃষ্টির সময় তা বেড়ে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এতে করে বিপাকে পড়ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে অফিসগামী কর্মজীবীরা।
ধর্মপুর ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখার এক শিক্ষার্থী মাকসুদুর রহমান জানান, “প্রতিদিনের মতো কান্দিরপাড় অটোরিকশার স্ট্যান্ডে এসেছিলাম। বৃষ্টির কারণে ১০ টাকার ভাড়া দাবি করা হলো ২০ টাকা। কর ভবনের সামনে এক রিকশাচালক কলেজে যেতে চাওয়ায় ৫০ টাকা চাইলেন। কারণ জানতে চাইলে বললেন, ‘বৃষ্টির ভাড়া বেশি, যেতে চাইলে যান, না হলে সময় নষ্ট করবেন না।’”
ইপিজেড এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ইপিজেড থেকে কান্দিরপাড় পর্যন্ত সাধারণত ২৫-৩০ টাকা ভাড়া হলেও বৃষ্টির সময় তা বেড়ে দাঁড়ায় ৫০ টাকায়। তাদের মতে, বিষয়টি অনেকটাই সিন্ডিকেটের মতো পরিচালিত হচ্ছে, কিন্তু দেখার কেউ নেই।
একজন ভুক্তভোগী (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, “কর ভবনের সামনে থেকে কান্দিরপাড় পর্যন্ত অটো ভাড়া ৫ টাকা, রিকশা ১০ টাকা। অথচ বৃষ্টির সময় অটো নেয় ১০ টাকা, রিকশা নেয় ২০ টাকা। অথচ পুরো পথটা ৫ মিনিট হাঁটলেই পার হওয়া যায়।”
নিয়ম না মেনে অতিরিক্ত ভাড়া আদায়ের এই প্রবণতা শহরের ভ্রাম্যমাণ যাত্রীদের জন্য এক ধরনের নীরব শোষণ হয়ে উঠেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে মনে করছেন ভুক্তভোগীরা।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com