মহিউদ্দিন মোল্লা।
কুমিল্লার বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়। স্কুলে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী রয়েছে। সম্প্রতি একটি একতলা ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। চারতলা ভবন নির্মাণের কাজ চলছে। স্কুলের বেঞ্চের সংকট রয়েছে। বেঞ্চ সংকটের কারণে কিছু ক্লাস মাঠের ঘাসের ওপর নিতে হয়।
স্কুলে গিয়ে দেখা যায়, শিক্ষক মাঠে শিক্ষার্থীদের পাঠদান করছেন। মাঠে ঘাসের ওপর বসে পড়ছেন শিক্ষার্থীরা। গ্রুপের ক্লাস গুলো এভাবে মাঠে খোলা আকাশের নিচে নেওয়া হয়। ক্লাস নিচ্ছেন শিক্ষক অঞ্জন কুমার আচার্য্য।
তিনি বলেন, আমাদের ভবন হলেও বেঞ্চ পাইনি। তাই বাধ্য হয়ে মাঠে ক্লাস নিতে হয়। এভাবে তিনটি ক্লাস নিতে হয়। বৃষ্টির সময় সমস্যায় পড়তে হয়।
স্কুল প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, স্কুলে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী রয়েছে। সম্প্রতি একটি একতলা ভবন বুঝে পেয়েছি। চারতলা আরেকটি ভবন নির্মাণের কাজ চলছে। আমাদের বেঞ্চের সংকট রয়েছে। বেঞ্চ সংকটের কারণে কিছু ক্লাস মাঠের ঘাসের ওপর নিতে হয়।
বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, নতুন ভবনের সাথে বেঞ্চ দেওয়ার কথা। বিষয়টি খোঁজ নিয়ে বলতে পারবো। স্কুলটির সংকট নিরসনে আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানাবো।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com