প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১০:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২৪, ৫:২১ অপরাহ্ণ
‘বেহাত হওয়া সরকারি জমি উদ্ধারে কুমিল্লা জেলা প্রশাসন বদ্ধপরিকর’
শনিবার থেকে ভূমি সেবা সপ্তাহ শুরু করবে কুমিল্লা জেলা প্রশাসন
মাহফুজ নান্টু।।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা ও ভূমি সেবায় জেলা প্রশাসন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী শনিবার থেকে ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হবে। সে লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে এসব তথ্য তুলে ধরেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।
জেলা প্রশাসক বলেন, স্মার্ট ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভিশন ২০৪১ প্রতিষ্ঠা করা সম্ভব। সে লক্ষ্য জেলার ১৭ টি উপজেলার ১৭২ টি ইউনিয়নে ভূমির সকল সেবা নিশ্চিতকরণের কাজ চলছে। পাশাপাশি বেহাত হওয়া সরকারি জমি উদ্ধারেও জেলা প্রশাসন বদ্ধপরিকর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ কাবিরুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊধ্র্বতন কর্মকর্তারা।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com