‘ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি স্বাস্থ্যসেবায় অনন্য ভূমিকা রেখে চলেছে’


প্রতিনিধি।।
ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে স্বাস্থ্যসেবায় ১৬ বছর: প্রাপ্তি ও প্রত্যাশা এবং হজ ও ভ্রমণে ডায়াবেটিস রোগীদের করণীয় ও সতর্কতা শীর্ষক সেমিনার ও আপনজন সম্মাননা কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে ১মে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল সৈয়দ আবদুল কাইয়ুম। সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও অনারারি কনসালটেন্ট ডা. মোঃ আতাউর রহমান জসীম সূচনা বক্তব্য রাখেন। তিনি ডায়াবেটিক সমিতির ১৬ বছরের ইতিহাস, স্বাস্থ্যসেবায় অবদান, বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে একটি আধুনিক হাসপাতাল বাস্তবায়নে সবার সহযোগিতার কামনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমএইচ, ঢাকার চিফ কার্ডিয়াক সার্জন অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আবদুল হান্নান। অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোশারফ হোসেন খান চৌধুরী ও কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী।  বক্তারা বলেন, ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি স্বাস্থ্যসেবায় ১৬ বছর অনন্য ভূমিকা রেখে চলেছে। এখানে শিক্ষানুরাগী মোশারফ হোসেন খান চৌধুরী ও সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. মোঃ আতাউর রহমান জসীমসহ মহতী মানুষদের সেবা ও ত্যাগের কারণে প্রতিষ্ঠানটি ১৬বছর ধরে টিকে আছে। সবার সহযোগিতা পেলে সেটি আরো বেশি সেবা দিতে পারবে।
হজ ও ভ্রমণে ডায়াবেটিস রোগীদের করণীয় ও সতর্কতা বিষয়ে প্রধান আলোচক ছিলেন মেডিসিন, ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ শাহ আলম। অনুষ্ঠানে আলোচক ছিলেন নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবদুল্লাহ আল হাসান, গাইনি বিশেষজ্ঞ ডা. দিলরুবা  আক্তার, কিডনি বিশেষজ্ঞ ডা. মোহাম্মাদ জহির উদ্দিন ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাজমুস সাদাত পিলু।  শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক ডা. ইজাজুল হক,ডা একেএম আব্দুস সেলিম, লেখক জহিরুল হক দুলাল, ড. আলী হোসেন চৌধুরী,অ্যাডভোকেট আবদুল মমিন ফেরদৌস, নাট্যজন শাহজাহান চৌধুরী, অধ্যাপক হারুনুর রশিদ, সাংবাদিক খায়রুল আহসান মানিক,ক্যাপ্টেন(অব.) মাহমুদ, প্রিন্সিপাল মফিজুল ইসলাম ও মাওলানা শারফুদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল নজরুল ইসলাম। সেমিনার পর্বটি পরিচালনা করেন ডা. নজরুল ইসলাম শাহীন। অনুষ্ঠানে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলমকে চক্ষু ও ডায়াবেটিস সেবা বিস্তারে বিশেষ অবদানের জন্য আপনজন সম্মাননা প্রদান করা হয়।  ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির ১৬ বছরের কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ওমর ফারুক, জাকির হোসেন মাস্টার, জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু, ডা. দেবরতি ও অ্যাডভোকেট সেলিম মিয়াকে বিশেষ উপহার দেওয়া হয়।

inside post
আরো পড়ুন