প্রতিবেদক।।
ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশনের আয়োজনে কুমিল্লা আইডিয়াল কলেজ প্রেজেন্টস বিএসএ ১ম অনলাইন প্রেজেটেশন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা ব্রাহ্মণপাড়া উপজেলা মডেল মসজিদের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক কুমিল্লার সভাপতি শাহ্ মো. আলমগীর খান।বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট এসোসিয়েশনের উপদেষ্টা ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, দীর্ঘভূমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, নাগাইশ মডার্ন হাই স্কুলের প্রধান শিক্ষক মতিউর রহমান সবুজ, বিশিষ্ট চিকিৎসক ডা. ইউনুস সরকার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন— অনলাইন প্রেজেন্টেশন একটি ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠান। আজকের এই অনলাইন প্রেজেন্টেশন প্রতিযোগিতা শুধুমাত্র একটি প্রযোগিতা নয়—এটি নতুন প্রজন্মের সৃজনশীলতা, আত্মবিশ্বাস, প্রযুক্তি ব্যবহার দক্ষতা এবং জ্ঞানের এক অসাধারণ সম্মিলন।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে এত সুন্দর, সুশৃঙ্খল ও মানসম্মত একটি প্রতিযোগিতা আয়োজন সত্যিই প্রশংসনীয়।
ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশনের সদস্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নুসরাত জাহান তাবাসসুমের পরিচালনায় ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশনের সিইএম বখতিয়ার হামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন— সাবেক সিইএম জামান সরকার, সাবেক এসইএম এস এম সাইফুল ইসলাম। অংশগ্রহণকারীদের মধ্যে হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির চ্যাম্পিয়ন মনোয়ারা ইসলাম মিলি অনুভূতি প্রকাশ করার সময় বলে- আমার পড়াশোনার সকল ক্ষেত্রে বিএসএ সাহায্য করেছে। মেধাবৃত্তি পরীক্ষাগুলো আমার পরীক্ষার প্রস্তুতি নিতে অনেক ভূমিকা রেখেছে। ১ম বারের মতো প্রেজেন্টেশন প্রতিযোগিতা আমাকে সাহস যুগিয়েছে বড় মঞ্চে কথা বলার জন্য।
সেকেন্ডারি ক্যাটাগরিতে সাহস যুগিয়ে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেলো রবিউল হাসান তন্ময়।
জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় তুনাজ্জিনা ইসলাম মিনহা।
এসময় উপস্থিত ছিলেন দুলাল পুর হাই স্কুলের সহকারি শিক্ষক গোলাজার হোসেন, সাবেক সিইএম মাহমুদুল ইসলাম নয়ন, সাবেক এসইএম আবু মুসা এবং বর্তমান কমিটির এসইএম আলিফ ভূইয়া, রাইয়ান আহমেদ ফরহাদ।
ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশনের আয়োজনে কুমিল্লা আইডিয়াল কলেজ প্রেজেন্টস বিএসএ ১ম অনলাইন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com