ব্রাহ্মণপাড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত- ১

আমোদ  প্রতিনিধি।।
পাগলা কুকুরের কামড়ে ১১ জন আহত হয়েছে।  কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষ্মীপাড়ায় এ ঘটনা ঘটে।  কুকুরের কামড়ে আহতরা হলেন,  উপজেলার মহালক্ষীপাড়া গ্রামের আবু জাহেরের মেয়ে রত্না আক্তার (১৭), একই এলাকার শাহ জালালের স্ত্রী শাহীনুর (৩৩), ওমর ফারুকের স্ত্রী হোসনেয়ারা (৫০), খোরশেদ আলমের স্ত্রী নাসিমা বেগম (৫৫), আঃ গফুর ভূঁইয়ার ছেলে হারুনুর রশীদ (৫০), জসিম উদ্দিনের মেয়ে হাবীবা (৪), জীবন মিয়ার স্ত্রী শাহীনূর (৪৭), মৃত আঃ রহমানের ছেলে হারুনুর রশীদ (৪০), ইউসুফ মোল্লার স্ত্রী কোহিনূর (৪৫)  ও বুড়িচং উপজেলার পূর্ণমতী গ্রামের ফজলুল হকের মেয়ে আয়শা (২৭)। অজ্ঞাত একজন রয়েছেন।
আহতদের  মধ্যে শাহীনুর, আয়শা ও হারুনুর রশীদকে কুমিল্লা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় স্থানীয় ইউনুছ মিয়া ও আতাউর রহমান জানান, শুক্রবার বিকালে কুত্তাডা আৎকা কই থাইক্কা বাহির হইলো, দুইতিনজনরে কামড়াইয়া আবার লুকাইয়া যায়। পরে আবার বাইর অয়। আবার কামড়ায়।
এদিকে আহতরা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুড়ের কামড়ের ভ্যাক্সিন নেই। ফার্মেসি থেকে কিনে এনে চিকিৎসা নিতে হয়েছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসনাত মোঃমহিউদ্দিন মবিন বলেন, পাগলা কুকুরের কামড়ে  ১১ জন স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। ৩ জনকে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি ৮ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।