আমোদ প্রতিনিধি।।
খালে মাছ ধরাকে কেন্দ্র করে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে ছুরিকাঘাতে একজন নিহত ও সংঘর্ষে নয়জন আহত হয়েছে। ২০ টি বাড়ি ঘর ভাংচুর করা হয়েছে। পুলিশ ১০জনকে গ্রেফতার করে বুধবার কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নিহত ব্যক্তি গ্রামের ইউসুফ আলী সর্দারের ছেলে মোসলেম উদ্দিন। কুমিল্লার একটি হসপিটালে মৃত্যুবরণ করেন।
এলাকাবাসী সূত্র জানা যায়, সোমবার বিকালে দক্ষিণ নাগাইশ এলাকার মিন্টু মিয়া তার বাড়ির পাশের খাল থেকে মাছ ধরছিল। ওই সময় একই এলাকার মোঃ হোসেন মিয়া বাধা দিয়ে কদিন পরে মাছ ধরতে বলেন। এনিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হোসেনকে ছুরি দিয়ে আঘাত করলে হোসেনের ভাতিজা শরীফ চাচাকে বাঁচাতে গিয়ে লিটনের ছুরির আঘাতে আহত হন। ওই ঘটনার জের ধরে দক্ষিণ নাগাইশ এলাকায় দুটি গ্রুপ হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। দুই দিনের ধাওয়া পাল্টা ধাওয়ায় এ পর্যন্ত বাড়িতে লুটসহ ২০টি ঘর ভাংচুর হয়।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক ঘটনা¯’ল পরিদর্শন করে বলেন, আহতরা ব্রাহ্মণপাড়া সরকারি হাসপাতাল এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় ২৯জনের নামে ও ২৫জন অজ্ঞাত নামে থানায় একটি ভাংচুর ও হত্যা মামলা দায়ের করা হয়। ১০জনকে গ্রেফতার করে বুধবার কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com