আমোদ ডেস্ক।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সেতু ভেঙ্গে খালে পড়ে রয়েছে। খালের উপর বিকল্প কোন ব্যবস্থা না করায় জনগণের দুর্ভোগ চরমে উঠেছে। ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের খলিফা পাড়া এলাকায় এ সেতুটি ভেঙ্গে পড়ে।
সূত্র জানায়, খরা মৌসুমে খাল খনন করায় এবং গত কয়েকদিনের পাহাড়ী ঢলে ব্রিজের খুঁটির নিচের মাটি সরে গিয়ে রোববার সেতু খালে ধসে পড়ে। এতে চান্দলা মিয়া বাড়ি, খলিফাপাড়া, চরের পাথর, নোয়াপাড়া, লালখারসহ কয়েকটি এলাকার মানুষের চলাচলে বিঘœœ ঘটছে। গত দুইদিন ধরে সিএনজি-অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে এলাকার জনসাধারণের যোগাযোগে দুর্ভোগের শিকার হচ্ছেন।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম জানান, ব্রিজ ধসে খালে পড়ার বিষয়টি অবগত হয়েছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com