প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১১:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৩, ১০:৪০ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় লীজ বাতিলের দাবীতে সনাতনী সমাজেরর বিক্ষোভ
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরের লাগোয়া ভূমি জনস্বার্থের বিপরীতে ব্যাক্তির নামে লীজ দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-মানববন্ধ হয়েছে। বিক্ষুদ্ধ সনাতনী সমাজ ও কৈভূল্য ভূম আশ্রমের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল-মানববন্ধনে বক্তারা তরিঘরি করে দেয়া লীজ ১৫ দিনের মধ্যে বাতিল না করলে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন।
শনিবার (০৪ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে বিক্ষুদ্ধ সনাতনী সমাজ ও কৈভূল্য ভূম আশ্রম ব্রাহ্মণবাড়িয়ার উদ্যেগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। রামঠাকুর মন্দিরের সভাপতি রঞ্জন রায় চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, জেলা প্রশাসক রহস্যজনক কারণে শহরের পূর্ব পাইকপাড়াস্থিত সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান রামঠাকুর মন্দির লাগোয়া ৪ শতাংশ জায়গা জনৈক অনিল মল্লিকের নামে তরিঘরি করে লীজ দিয়ে জনস্বার্থ বিরোধী কাজ করেছেন। বিধবা ও পুত্রহীন ফুলরানী মল্লিকের নামে ওই ভূমি লীজভুক্ত করাসহ উক্ত ভূমি জনকল্যাণে ব্যবহারে মন্দিরকে হস্তান্তর করতে জেলা প্রশাসকের নিকট দাবী জানান প্রতিবাদকারীরা। আগামী ১৫ দিনের মধ্যে দাবী মানা না হলে কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজন দত্ত, ব্রাহ্মণবাড়িয়া ইসকনের অধ্যক্ষ প্রবীর কুমার ভ্রম্মচারী জাতীয় পূজা উদ্যাপন পরিষদের সদস্য সুমেশ চন্দ্র প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com