প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৭:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৮, ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর ভোট স্থগিতের দাবি
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া।।
ভোটকেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের ভোটগ্রহণ স্থগিতের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান।
রোববার (০৭ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করে ভোট গ্রহণ স্থগিতের দাবি জানান কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমানের ছেলে ও প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট শেখ ওমর ফারুক।ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মূলত আওয়ামী লীগের প্রার্থী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনী মাঠ চষে বেড়ান কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান।
লিখিত অভিযোগে শেখ ওমর ফারুক বলেন, প্রায় প্রতিটি ভোটকেন্দ্রে নৌকা প্রতীকের দলীয় নেতাকর্মীরা জোরপূর্বক কেন্দ্র দখল করে কাঁচি প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে ব্যালটে নৌকা প্রতীকে সিল মেরে বাক্স ভর্তি করছেন। এছাড়া প্রশাসন ও আইশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েও সহযোগিতা পাননি বলে লিখিত অভিযোগে ওমর ফারুক উল্লেখ করেন।
স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, 'অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। আমি এবং পুলিশ সুপার কেন্দ্র কেন্দ্র ঘুরেছি। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে।'
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com