প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৩:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৪, ৭:১৪ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির আত্মহত্যা, কারারক্ষী বরখাস্ত
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের হাজতি জুয়েল ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। এই ঘটনায় কারারক্ষী রিপন বড়ুয়াকে সাময়িক বরখাস্ত, আব্দুর রশিদ ও উত্তম কান্তি বড়ুয়া নামীয় অপর দু'জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
নিহত মো. জুয়েল (৩৪) ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা সদরের চরচারতলা গ্রামের আবু চান মিয়ার ছেলে। তিনি ২০২০ সালে স্ত্রীকে হত্যার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে কারা অভ্যন্তরেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন জুয়েল।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ জানান, জুয়েল তার স্ত্রীকে হত্যা মামলায় বিচারাধীন ছিলেন। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। তাকে কারাগারের সেলে রাখা হয়েছিল। বৃহস্পতিবার রাতে সে সেলের গ্রিলের লোহার রডে গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই অবস্থায় কারারক্ষীরা দেখে কারা হাসপাতালের চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে প্রাথমিকভাবে মৃত ঘোষণা করেন। পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্তভাবে মৃত ঘোষণা করা হয়। তিনি আরও জানান, এই ঘটনায় কর্তৃপক্ষের নির্দেশে রিপন বড়ুয়া নামের এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও প্রধান কারারক্ষী আব্দুর রশিদ এবং সহকারী কারারক্ষী উত্তম কান্তি বড়ুয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা রজু করা হয়েছে। নিহতের মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com