ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দকে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়াস্থ নবীনগর উপজেলা কল্যাণ সমিতি।
এ উপলক্ষে রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দৃষ্টিনন্দন প্রেস কনফারেন্স কক্ষে এক অনাড়ম্বর নান্দনিক অনুষ্ঠানের আযোজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়াস্থ নবীনগর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি, প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মিন্টু ভৌমিকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি নবীনগরের কৃতি সন্তান, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার বাহারুল ইসলাম মোল্লা বাহার, সহসভাপতি দৈনিক কুরুলিয়া সম্পাদক ইব্রাহিম খান সাদত, নবীনগর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন খান, সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট আক্তার হোসেন সাঈদ,অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু,অধ্যাপক সিরাজুল ইসলাম,সিনিয়র সাংবাদিক মো. আরজু মিয়া, প্রধান শিক্ষক শহীদুল ইসলাম বাচ্চু, দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি, নবীনগরের কথার সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ অপু ও প্রধান শিক্ষক আবু কাউছার।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন নবীনগর কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী টিভির সাংবাদিক জহির রায়হান।
অনুষ্ঠানে কল্যাণ সমিতির পক্ষ থেকে বক্তারা শিক্ষা সাহিত্য ও সংস্কৃতির রাজধানী খ্যাত ব্রাহ্মণবাড়িয়ায় হলুদ ও অপ সাংবাদিকতা রোধ ও সাংবাদিকদের মানোন্নয়নে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দকে যথাযথভাবে শক্ত ও কঠোর ভূমিকা পালন করার আহবান জানিয়ে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে নবীনগর কল্যাণ সমিতি সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
জবাবে প্রেসক্লাব সভাপতিসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ এমন চমৎকার আয়োজনে প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দনসহ ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য নবীনগর কল্যাণ সমিতিকে ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাশাপাশি হলুদ ও অপ সাংবাদিকতা রোধকল্পে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের পক্ষ থেকে দ্রুত কাজ শুরু করা হবে বলেও প্রেসক্লাব সভাপতি নেতৃবৃন্দ ঘোষণা দেন।
-প্রেস বিজ্ঞপ্তি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com