ব্রাহ্মণবাড়িযায় কাঁচা মরিচের দাম বেশী রাখায় চার দোকানীকে জরিমানা

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ঈদের মওকায় কাঁচা মরিচের ঝাঁজ বাড়িয়ে জনমনে ভোগান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে মাঠে নেমেছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ায় কাঁচা মরিচের দাম বেশী রাখার দায়ে চার দোকানীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কাঁচা মরিচের দাম বেশি রাখায় সোমবার (০৩ জুলাই) জেলা শহরের কাউতলী বাজারে অভিযান চালিয়ে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকারে সহকারি পরিচালক মেহেদী হাসান জানান, যারা কাঁচা মরিচ বিক্রি করছে তাদের কাছে ক্রয়ের কোনো তালিকা নেই। এবং খুচরা পর্যায়ে যাদের কাছে বিক্রি করছে তাদের কাছেও কোনো রকম রশিদ নেই। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অনেক সুবিধাবাদী ব্যবসায়ী বাজারকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। আমরা কাঁচা মরিচের যে ঊর্ধ্বগতি শুনেছি বাজারে এসে দেখি তা নেই। এছাড়া সোমবার বেলা সাড়ে ১১ টায় আমরা জেলা শহরের কাউতলী বাজারে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বর্তমানের ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি কেজি কাঁচা মরিচ তিন থেকে সাড়ে তিনশ’ টাকা দরে বিক্রি হচ্ছে।