প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ১১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২১, ৭:৩২ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার এবার ৫৮০ মণ্ডপে হবে দুর্গা পূজা
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
এবার ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৫৮০টি দুর্গা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গা পূজা। যা গতবারের চেয়ে ২১ টি বেশি। শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠানের লক্ষ্যে নিরাপত্তা জোরদারে ব্যবস্থা গ্রহণ করবে জেলা প্রশাসন। রোববার (২৬ সেপ্টম্বর) সকালে জেলা প্রশাসন আয়োজিত শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার, সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সোমেশ রঞ্জন রায়, প্রেস ক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ। এ সময় সব কয়টি উপজেলার নির্বার্হী অফিসার, থানার অফিসার ইনচার্জ, সহকারি কমিশনার (ভূমি) প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, গত বছর জেলায় ৫৫৯ টি পূজা অনুষ্ঠিত হয়। এবার পূজা মন্ডপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সভায় স্বাস্থ্যবিধি মেনে পূজা করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়াও বিকেলে স্থাণীয় সার্কিট হাউজ মিলনায়তনে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পূজা উদযাপনে জেলা পূজা উদযাপন নেতৃবৃন্দদের সাথে জেলা পুলিশের উদ্যোগে মত বিনিময় সভা করা হয়েছে। এতে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন পূজা মন্ডপের নিরাপত্তা বিধানসহ পূজা মন্ডপের নিরাপত্তা নিয়ে নানা আলোচনা করা হয়
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com