প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২০, ১০:৫৮ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার তিন কৃতি সন্তানের প্রয়াণে শোক সভা
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া।।
স্ব স্ব ক্ষেত্রে দেশবরেণ্য ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার তিন কৃতি সন্তান। তিনারা হলেন সাংবাদিক খন্দকার মুনীরুজ্জামান, নাট্যজন আলী যাকের এবং সঙ্গীতজ্ঞ ওস্তাদ শাহাদাৎ হোসেন খান। তাদের প্রয়াণে মঙ্গলবার (১ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্মৃতি পাঠাগারের উদ্যোগে আয়োজন করা হয় শোক সভা।
শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্মৃতি পাঠাগারের আহ্বায়ক সাংবাদিক আবদুন নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। বিশেষ অতিথি ছিলেন কবি জয়দুল হোসেন, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের সাধারণ সম্পাদক মনজুরুল আলম, নারী সংগঠক নন্দিতা গুহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ওসমান গণি সজীব।
বক্তারা ব্রাহ্মণবাড়িয়ার এই তিন কৃতি সন্তানের মৃত্যুতে গভীর শোক জানিয়ে তাদের জীবদ্দশায় বিভিন্ন গৌরবোজ্জল কর্মযজ্ঞ তুলে ধরেন। পাশাপাশি তাদের অর্জন জেলাবাসীসহ সকলের অনুপ্রেরণা হয়ে থাকবে বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সূধীজন উপস্থিত ছিলেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com