প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৬:১১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৪, ২০২২, ৮:৪৫ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার সহস্রাধিক শিক্ষার্থীর বাল্য বিবাহকে ‘না’ ঘোষণা
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অধীনে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)-ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত সমাবেশে বাল্য বিবাহকে 'না' ঘোষণা করলেন সহস্রাধিক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (০৩ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকায় লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমী স্কুল এণ্ড কলেজ প্রাঙ্গনে আয়োজিত 'বাল্য বিবাহ প্রতিরোধ' বিষয়ক সমাবেশে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমী স্কুল এণ্ড কলেজের প্রতিষ্ঠাতা লায়ন ফিরোজুর রহমান ওলিও।
লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমী স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ নিয়াজ মোহাম্মদ কাজলের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)-ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মোহাম্মদ আরজু মিয়া, সদস্য এস.এম. শাহিন, পৌর কাউন্সিলর নিলুফা ইয়াসমিন, পিফরডি প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়া জেলা ফ্যাসিলিটেটর খোদেজা বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিপিএফ'র সাধারণ সম্পাদক মো. শরিফ উদ্দিন, সদস্য আশিকুর রহমান ভূইয়া, তাহের উদ্দিন, মেহেদী হাসান রজত প্রমুখ। সাংবাদিক আল আমিন শাহীনের সঞ্চালনায় সমাবেশে প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী বাল্য বিবাহকে 'না' বলে শপথ গ্রহণ করেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com