প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৫, ২০২২, ৮:২৫ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার ১৭ মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
একাত্তরে মহান মুক্তিযুদ্ধে বীরোচিত অবদান রাখা ব্রাহ্মণবাড়িয়ার ১৭ জন মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আয়োজিত সম্মননা প্রদান অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম.পি রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এম'পি। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ভিকারুন নেছা, বীর মুক্তিযোদ্ধা মিন্টু ভৌমিক, ওয়াসেল সিদ্দিকী, আবু হুরায়রাহ প্রমূখ। অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের নানামুখী অবদান ও বীরগাঁথা নিয়ে স্মৃতিচারণ করা হয়। পরে অতিথিবৃন্দ জেলার ১৭ জন মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com