এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় নতুন করে আরো ছয়জন শনাক্ত হয়েছেন। তন্মধ্যে সদর উপজেলারই পাঁচজন। এই নিয়ে জেলায় নতুন ৬জন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা উন্নীত হলো দুই হাজার ৪৯৮ জনে। অপরদিকে করোনায় আক্রান্ত হওয়াদের মধ্যে দুই হাজার ৪০৬ জন সুস্থ হয়েছেন বলে সিভিল সার্জন নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে প্রকাশ, সর্বশেষ সোমবার (২৬ অক্টোবর) ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিসিন এণ্ড রেফারেল সেন্টারের ১০০টি রিপোর্টের মধ্যে নতুন ছয়জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলার পাঁচজন এবং নবীনগর উপজেলার একজন। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দুই হাজার ৪৯৮ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৯৫৭ জন, আখাউড়া উপজেলায় ২০৩ জন, বিজয়নগর উপজেলায় ৮০ জন, নাসিরনগর উপজেলায় ১০৬ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৬৭ জন, নবীনগর উপজেলায় ৪০৩ জন, সরাইল উপজেলায় ১২০ জন, আশুগঞ্জ উপজেলায় ২০১ জন এবং কসবা উপজেলায় ২৬১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অপরদিকে সর্বশেষ রিপোর্ট পর্যন্ত জেলায় দুই হাজার ৪০৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এরমধ্যে সদর উপজেলায় ৯২২ জন, আখাউড়া উপজেলার ১৮৯ জন, বিজয়নগর উপজেলার ৭৭ জন, নাসিরনগর উপজেলার ১০৩ জন, বাঞ্ছারামপুর উপজেলার ১৬৪ জন, নবীনগর উপজেলার ৩৮৮ জন, সরাইল উপজেলায় ১১৩ জন, আশুগঞ্জ উপজেলার ১৯৬জন এবং কসবা উপজেলার ২৫৪জন। এদিকে সর্বশেষ রিপোর্ট পর্যন্ত করোনায় আব্রান্ত হয়ে জেলায় ৪২ জন মারা গেছেন। তাদের মধ্যে সদর উপজেলায় ১৩ জন, আখাউড়া উপজেলার ১০ জন, বিজয়নগর উপজেলার দুইজন, নাসিরনগর উপজেলার একজন, বাঞ্ছারামপুর উপজেলার তিনজন, নবীনগর উপজেলার ১১জন, সরাইলে একজন এবং কসবা উপজেলার একজন। এ পর্যন্ত ২০ হাজার ১০৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে রিপোর্ট প্রাপ্ত ২০ হাজার জনের মধ্যে দুই হাজার ৪৯৮ জনের করোনা পজিটিভ আসে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ্ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, 'নতুন করে ছয়জন করোনায় সংক্রমিত হয়েছে। তবে এখন পর্যন্ত জেলায় ২৪ হাজার ৪৯৮ জন আক্রান্তের মধ্যে দুই হাজার ৪০৬ জন সুস্থ হয়েছে। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪২ জন। আক্রান্তদের মধ্যে ৫০ জন আইসোলেশনে চিকিৎসাধীন আছেন৷'
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com