প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৯:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২১, ৯:২৮ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় কভিডে আরও দুইজনের মৃত্যু
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় কভিডে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। মৃত দু'জনই পুরুষ। তাদের একজনের বয়স ৬০ এবং অপরজনের ৮৩ বছর। গতকাল শুক্রবার (৩০ জুলাই) ভোররাত এবং দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯৭ জনে উন্নীত হলো। তন্মধ্যে সদর উপজেলায় ২৯ জন, নবীনগর উপজেলায় ২১ জন, আখাউড়ায় ১৪ জন, আশুগঞ্জে ১৩ জন, সরাইল উপজেলায় পাঁচজন, নাসিরনগরে পাঁচজন, বিজয়নগরে তিনজন, কসবায় তিনজন, এবং বাঞ্ছারামপুর উপজেলায় চারজন। এদিকে গত বৃহস্পতিবার পর্যন্ত জেলায় কভিডে আক্রান্ত হয়েছেন সাত হাজার ৩২৭ জন। অপরদিকে আক্রান্ত হবার পর চিকিৎসায় সুস্থ্য হয়েছেন চার হাজার ৪৪১ জন। বর্তমানে আক্রান্ত রোগী আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৫০ জনেরও অধিক রোগী।
আড়াইশ' শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মো. এনামুল হাসান বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, 'মৃত দুইজন গত ২৫ ও ২৮ জুলাই আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছিলেন। তাছাড়াও বর্তমানে আইসোলেশন ইউনিটে ৫০ জনের অধিক করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com