প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৬:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২১, ২০২০, ৭:০৭ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাস-বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে জেলার করোনা ভাইরাস সংক্রমণ রোধে গৃহিত কার্যক্রম এবং বন্যা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ.বি.এম আজাদ। সভায় পুলিশ সুপার মো. আনিসুর রহমান, পৌরমেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় জেলার করোনা ও বন্যা পরিস্থিতি নিয়ে করনীয় ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com