প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৮:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২১, ১০:০৫ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকদের মাঝে কম্বাইণ্ড হারভেস্টর-কৃষি উপকরণ বিতরণ
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকদের মাঝে কম্বাইণ্ড হারভেস্টর ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এসব বিতরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি।
সোমবার (১২ এপ্রিল) সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেন।
উল্লেখ্য এই প্রকল্পের আওতায় পাঁচজন কৃষককে ৫০ পার্সেন্ট ভর্তুকিতে পাঁচটি হারভেস্টর মেশিন দেয়া হয়। এছাড়াও দুই হাজার কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পীবৃন্দ ও প্রতিবন্ধী শিশুদের মাঝে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়। এর আগে সংসদ সদস্য মাহে রমজান ও করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চতকরণে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয় কন্দ্রের উদ্বোধন করেন। জেলা প্রাণিসম্পদ দপ্তর ও জেলা প্রশাসন এই কর্মসূচি বাস্তবাযন করছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com