প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২২, ৬:১৫ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় চোরাচালানকৃত ভারতীয় পন্য আটক
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় চোরাচালানকৃত বিপুল পরিমাণ ভারতীয় পন্যসহ ইব্রাহিম নামের এক পরিবহন সুপারভাইজারকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) সকালে মহাসড়কে জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়ায় এলাকা থেকে তাকে আটক করাসহ চোরাচালানকৃত মালামাল জব্দ করা হয়। আটককৃত মো. ইব্রাহিম মিয়া (২৩) ভোলা জেলার সাদেক মিয়ার ছেলে এবং ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটে চলাচলকারী 'লাকী পরিবহন'র সুপারভাইজার।
খাঁটিহাতা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সুখেন্দু বসু বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী লাকী পরিবহনের বক্সে করে ভারতীয় শাড়ি, কসমেটিক ইত্যাদি চোরাচালান হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে কুট্টাপাড়ায় থানার সামনে চেকপোস্ট বসায় পুলিশ। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 'লাকী পরিবহন'র ওই যাত্রীবাহী বাসটিকে আটক করে গাড়ির বক্সে তল্লাশী চালিয়ে তিন হাজার ১৮০ পিস ভ্যাটনোভেট ক্রীম ও ৮৬ পিচ শাড়ি উদ্ধার করা হয়। এসবের বৈধতা যাচাইয়ে গাড়ির সুপারভাইজারকে কাগজপত্র দেখাতে বললে সে কোনোরূপ চালান দেখাতে পারেনি। পরে পুলিশ উদ্ধারকৃত অবৈধ পণ্যগুলোসহ গাড়ির সুপারভাইজার ইব্রাহিমকে আটক করে। উদ্ধারকৃক এসব চোরাচালানী পণ্যের আনুমানিক মূল্য পৌণে চার লাখ টাকা বলে পুলিশ জানায়। এই ঘটনায় সরাইল থানায় আটটককৃত পরিবহন সুপারভাইজার ইব্রাহিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।'
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com