প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৮:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩১, ২০২০, ৮:৫২ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে ফল ব্যবসায়ী খুন
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ফল বেচা-কেনা নিয়ে কথা কাটকাটি। এরই এক পর্যায়ে এক ফল বিক্রেতার ছুরিকাঘাতে খুন হলো আরেক ফল ব্যবসায়ী তারেক মিয়া (১৬)। ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা মোড়ে সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় নারকীয় এ ঘটনায় নিহত তারেক সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর গ্রামের সোবাহান মিয়ার পুত্র।
নিহতের স্বজন, ঘটনার প্রত্যক্ষদর্শী এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে দোকানে বসে থাকা অবস্থায় পার্শ্ববর্তী ফল ব্যবসায়ী জাকিরসহ কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ৪/৫ জন মিলে তারেককে মারধর করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করলে সে গুরুতব আহত হয়। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোহাম্মদ শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,'পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com