প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৬:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২২, ৮:২৯ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় চিকিৎসকের পিতা নিহত
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় চিকিৎসকের পিতা শীতল দেবনাথ (৭০) নিহত হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) সকালে শহরতলীর দাড়িয়াপুর রেল ব্রীজের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহত শীতল দেবনাথ (৭০) জেলা শহরের পূূবপাইকপাড়া মহল্লার প্রয়াত অমৃত লাল দেবনাথের পুত্র এবং আড়াইশ' শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. খোকন দেবনাথের পিতা।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, শীতল দেবনাথ বার্ধক্যজণিত কারণে 'আলঝেইমারস' নামক রোগে আক্রান্ত ছিলেন। এতে তিনি কোনোকিছু মনে রাখতে পারতেন না এবং কাউকে চিনতেন না। বৃতস্পতিবার বিকেলে তিনি সকলের অজান্তে ঘর থেকে বেরিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে রেলওয়ে পুলিশের মাধ্যমে ট্রেনের ধাক্কায় তার মৃত্যুর খবরটি জানতে পেরে মরদেহ বাসায় নিয়ে আসা হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান জানান, 'স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেল লাইনের পাশ থেকে শীতল দেবনাথের মরেদহ উদ্ধার করা হয়। তবে কোন্ ট্রেনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন তা জানা যায়নি। পরে পরিবারের লোকজন ওই বৃদ্ধের পরিচয় শনাক্ত করে। কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ নিয়ে যায়।'
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com