প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৮:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২১, ৬:০৫ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় ঢিলেঢালা লকডাউন
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
কোভিড-১৯ মোকাবেলায় সরকার দ্বিতীয়বারের মত লকডাউন ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়ায় চলছে ঢিলেঢালা লকডাউন। সকাল থেকেই শহরের সড়কগুলোতে সাধারণ মানুষের বেশ উপস্থিতি লক্ষ্য করা যায়। জেলা শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের টহল, ভ্রাম্যমান আদালতের গাড়ি এসবই যেনো লকডাউনের একরকম বাড়তি চমক।
সরেজমিন ঘুরে দেখা গেছে, লকডাউনকে ঘিরে বন্ধ রয়েছে দোকান-পাট, শপিংমলসহ সরকারি নির্ধারিত ব্যবসা প্রতিষ্ঠান সমূহ। এছাড়াও বন্ধ রয়েছে দূর পাল্লার যান চলাচল। তবে শহরে ব্যাটারি চালিত অটোরিকশাসহ ছোট আকারের যান চলাচল করছে। বিভিন্ন স্থানে চলাচলকারী মানুষের মাঝে স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা তেমন লক্ষ্য করা যায়নি। একে অপরের গা ঘেঁষেই চলাচল করার পাশাপাশি মাস্ক ছাড়াও অনেককে ঘুরাফেরা করেত দেখা গেছে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানাও হচ্ছে উপেক্ষিত।
জানতে চাইলে অনেকেই বলে ওঠছেন, 'পেটে ভাত নেই, লকডাউন-স্বাস্থ্যবিধি এসব মানবো কীভাবে? কাজ করে খাওয়ার সবকিছুই বন্ধ, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে সাধারণ মানুষের জীবন চলবে কীভাবে? তারউপর রোজার মাস। আগেরবার লকডাউনের সময় সরকারি-বেসরকারি এমনকি ব্যক্তি উদ্যোগেও মানুষের পাশে মানুষ দাঁড়িয়েছিলো। যে যার মতো করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলো। কিন্তু এবার! কেউ কারোর পানে ফিরেও তাকাচ্ছে না!'
এদিকে লকডাউন বাস্তবায়নে করতে জেলা শহরের কুমারশীল মোড়, টি.এ রোড, কাউতলী, ভাদুঘর, পুরাতন কোর্ট রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ টহল দিচ্ছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমান আদালত কাজ করছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com