প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২১, ৯:৫৩ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় প্রশাসন-পুলিশের ভূমিকা ছিল নিষ্ক্রীয় : মোকতাদির চৌধুরী এম.পি
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনার সময় প্রশাসন ও পুলিশের ভূূূমিকা নিষ্ক্রিয় ছিলো বলে অভিযোগ করেন বেসামরকি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি।
সোমবার (২৯ মার্চ) দুপুরে হামলায় ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি হেফাজতের তাণ্ডবের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তি দাবি জানান। এ ছাড়া তিনি নিষ্ক্রিয়তার অভিযোগ এনে পুলিশ ও জেলা প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারে কাছে দাবী জানান। তিনি আরো বলেন, যেহেতু হরতাল হেফাজত ডেকেছে এসব তাণ্ডবের দায়-দায়িত্ব হেফাজতকেই নিতে হবে।
মতবিনিময়কালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, দিনভর হেফাজতের তাণ্ডবে বিক্ষুব্ধকারীরা টার্গেট করে আমাদের দলীয় নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর ও আগুনে পুড়িয়ে দেয়। তারা আমার বাড়ি ও আমার শ্বশুর বাড়িসহ আমার অফিসকে পুড়িয়ে ছাঁই করে দেয়। প্রাণ রক্ষার ভয়ে পরিবারসহ নিরাপদ জায়গায় থাকতে হয়েছে। আমার জীবনের অর্জন করা সব স্মৃতি তারা পুড়িয়ে দিয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে বারংবার অবহিত করলেও তারা আমাদের সাহায্যে এগিয়ে আসেনি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com