প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৬:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৩, ২০২১, ৯:২৩ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে স্বামী-স্ত্রীর মৃত্যু, সন্তান নিখোঁজ
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকা ডুবিতে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন নিহত রিয়াদ ও লিজা আক্তারের আট বছরের কন্যা সন্তান মারিয়া আক্তার। সোমবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার ভৈরবনগর ও উরখুলিয়া এলাকার মাঝামাঝি একটি বিলে এই ঘটনা ঘটে। নিখোঁজ থাকা শিশুটির উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
নিহতেরা হলেন, নবীনগর উপজেলার কাইতলা গ্রামের দুলাল মিয়ার পুত্র রিয়াদ মিয়া (৩০) ও তার স্ত্রী লিজা আক্তার (২২)। ওই দম্পত্তির কন্যা সন্তান মারিয়া আক্তার (৮) নিখোঁজ রয়েছে। বর্ষার পানিতে নৌকা নিয়ে ঘুরতে এসে স্পীডবোটের ঢেউয়ে নৌকাটি তলিয়ে গেলে ঘটে এই দুর্ঘটনা।
নিহতদের পরিবার, ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সপরিবারে সিলেটে থাকা রিয়াদ মিয়া রোববার সিলেট থেকে নবীনগর পূর্ব ইউনিয়নের মোহল্লা গ্রামে মামা শ্বশুরের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার দুপুরে রিয়াদ তার স্ত্রী-সন্তানসহ আট স্বজন নিয়ে নৌকা ভ্রমণে বের হয়। দুপুরে ভৈরব নগর ও উরখুলিয়া এলাকার মাঝামাঝি স্থানে স্পীডবোটের ঢেউয়ে নৌকাটি উল্টে যায়। নৌকা ডুবির পর অন্যরা সাঁতরে তীরে ওঠতে পারলেও কন্যা সন্তানসহ রিয়াদ ও তার স্ত্রী নিখোঁজ হন। পরে স্থানীয়রা স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করতে পারলেও শিশুকন্যা মারিয়ার হদিস মিলেনি। পরে কিশোরগঞ্জের ভৈরব থেকে ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা শুরু করে। বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ মারিয়ার হদিস মিলেনি।
নবীনগর থানার পরিদর্শক (ওসি) আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'নৌকা ডুবির ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ মায়িরাকে উদ্ধারে কাজ চলছে।'
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com