ব্রাহ্মণবাড়িয়ায় ন্যায্যমূল্যের পণ্য পাবে প্রায় লাখো পরিবার
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় স্বল্প আয়ের প্রায় লাখো পরিবার পাবেন ন্যায্যমূল্যের পণ্য। জেলার নয়টি উপজেলায় এই কার্যক্রমের আওতায় পবিত্র মাহে রমজানের আগে এবং মধ্যবর্তী সময়ে টিসিবির ডিলারদের মাধ্যমে এসব পণ্য পাবেন। ৫৫ টাকা কেজি দরে চিনি, ৬৫ টাকা দরে মশুর ডাল, ১১০ টাকা দরে সয়াবিন তেল, ৩০ টাকা দরে পেঁয়াজ ও ৫০ টাকা দরে ছোলা কিনতে পারবেন।
রোববার (২০ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের লোকনাথ ট্যাঙ্কেরপাড় ময়দানে আয়োজিত এক অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কার্যক্রমের আওতায় জেলায় ৮৪ হাজার ৩৪৭ পরিবারের মাঝে ন্যায্যমূল্যে পণ্য পৌঁছে দেয়া হবে।
জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই কার্যক্রমের আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়টি উপজেলায় আসন্ন পবিত্র মাহে রমজানের আগে এবং রোজার মধ্যবর্তী সময়ে টিসিবির ডিলারদের মাধ্যমে প্রতি পরিবার ৫৫ টাকা কেজি করে চিনি, ৬৫ টাকা কেজি দরে মশুর ডাল, ১১০ টাকা লিটার দরে সয়াবিন তেল, ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ এবং ৫০ টাকা কেজি দরে ছোলা কিনতে পারবেন। প্রতিটি পরিবারকে প্রতিটি পণ্য দুই কেজি করে দে