ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা পরিস্থিতি অবনতি
ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন নদ-নদীতে পানি কিছুটা কমলেও বিপদ সীমার উপর দিয়েই হচ্ছে প্রবাহিত। ফলে জনমনে শঙ্কা কাটেনি। জেলার সাতটি পয়েন্টে পানি কমলেও বইছে বিপদ সীমার উপর দিয়েই। বর্তমানে বন্যা পরিস্থিতি অনেকটা স্থিতিশীল থাকলেও সংশ্লিষ্ট বিভাগ দিচ্ছেন অবস্থা অবনতি ঘটার সঙ্কেত।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়া বন্যা পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল রয়েছে। ইতোমধ্যে জেলার সাতটি পয়েন্টে পানি কিছুটা কমছে। মেঘনা নদীর পানি এক সেন্টিমিটার কমেছে। কুরুলিয়া পয়েন্টে পানি ২ সেন্টিমিটার কমলেও বীপদ সীমার ৭ সেন্টিমিটার উপর দিয়েই হচ্ছে প্রবাহিত। গোকর্ণঘাটে তিতাস নদীর পানি ২ সেন্টিমিটার কমলেও বইছে বিপদ সীমার ৩৯ সেন্টিমিটার উপর দিয়ে। জেলার নবীনগর উপজেলায় তিতাস নদীর পানি ৪ সেন্টিমিটার কমেও বিপদ সীমার ৭৩ সেন্টিমিটার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। সরাইল উপজেলার আজবপুর পয়েন্টে পানি ২ সেন্টিমিটার কমে প্রবাহিত হচ্ছে বিপদ সীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে। এদিকে জেলার সরাইল ও নাসিরনগর উপজেলার নিচু এলাকার ঘরবাড়ি ও সড়ক এখনো পানির নীচে তলিয়েই রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) রঞ্জন কুমার দাস জানান, ‘আগামী ২৪ ঘন্টায় জেলার বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।’