প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ৭:০০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২০, ১০:৩৩ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় সেরা ছাদ বাগান বিলাসী সম্মননা-চারা বিতরণ

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া।।
'লাগাই বৃক্ষ, তাড়াই দু:খ-বাঁচাই দেশ, বাঁচাই পরিবশে' শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে সেরা ছাদ বাগান বিলাসী সম্মননা প্রদান ও বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাগান বিলাসী ব্রাহ্মণবাড়িয়ার চতুর্থ ইভেন্ট বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
সংগঠনের উপদেষ্টা মো. মনির হোসেনের সভাপতিত্বে বর্ণাঢ্য এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, শিক্ষক পঙ্কজ দেব প্রমূখ।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বাড়ির আঙ্গিনায় বৃক্ষরোপণের পাশাপাশি প্রত্যেকটি বাড়ির ছাদে বাগান গড়ে তুলতে আহবান জানান। পরে অতিথিবৃন্দ সেরা ছাদ বাগানী এবং বাগান প্রেমীদের মাঝে সম্মননা পুরস্কার এবং বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com